আজ
|| ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ
প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০২৫
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের পর সমাবেশের মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ। হঠাৎ হামলায় হতবিহ্বল হয়ে পড়েন এনসিপির নেতাকর্মীরা। পুলিশও এসময় ছিল নিষ্ক্রিয় ভূমিকায়।
ঘটনাস্থলে উপস্থিত যমুনা টিভির প্রতিবেদক জানান, অতর্কিত হামলা হয়নি। পুলিশ ও এপিবিএনের সামনেই খালের ওপার থেকে স্লোগান দিতে দিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এনসিপির নেতারা দৌঁড়ে নিরাপদ স্থানে যাবার চেষ্টা করে। পুলিশ ও এপিবিএন সদস্যরাও তাদের সঙ্গে দৌঁড় দেয়। পরে অবশ্য এনসিপির নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া করে। তখন পুলিশ ফিরে এসে সক্রিয় হবার চেষ্টা করে।
এরআগে, সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।
তারও আগে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.