আজ
|| ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
দ্বিকক্ষ সংসদ নিয়ে ঐক্যমত্য আসেনি, কমিশন সবার মতামত নিয়ে সিদ্ধান্ত জানাবে: সালাহউদ্দিন
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৫
বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে ফের স্পষ্ট করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ব্যাপক আলোচনার পরেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ঐক্যমত্য আসেনি। সংস্কার কমিশন সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্ত জানাবে, তারপর আমরা সম্মতি-অসম্মতি জানাবো।
মঙ্গলবার (১৫ জুলাই) ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বললেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ঐক্যমতে আসলেও উচ্চকক্ষ গঠন নিয়ে ঐকমত্যে আসেনি রাজনৈতিক দলগুলো। ভোটের অনুপাত ও সংসদ সদস্যদের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি।
তবে ঐকমত্য কমিশন মনে করে, মৌলিক সংস্কার হিসেবে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে হবে। আর দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা অব্যহত রাখতে আহ্বান জানিয়েছেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ সংবিধানের কিছু ধারা সংশোধনে গণভোটের বিধান রাখতে অধিকাংশ রাজনৈতিক দল একমত বলেও জানিয়েছেন আলী রিয়াজ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.