
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত দেশি-বিদেশি সব চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এসব সিদ্ধান্ত জানান তারা।
দেশে ধান, চাল, গমসহ খাদ্যের মজুদ সন্তোষজনক বলে দাবি করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেছেন, আর কি কি কেনা হবে তা নিয়ে আলোচনা হয়েছে সভায়।
এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, বড় বন্যা হতে পারে মাথায় রেখে সরকারিভাবে ৪ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে ৬ মাস চাল দেয়া হবে। মাসে তারা ৩০ কেজি পাবেন। নিম্নবিত্ত পরিবারের মাঝে আগস্ট থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে প্রয়োজনীয় সব অর্থ বরাদ্দের অনুমোদনও দেয়া হয়েছে।