আজ
|| ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়—প্রধান উপদেষ্টার কার্যালয়
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০২৫
সম্প্রতি সংবাদমাধ্যমে অপরাধের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা নাগরিকদের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে, এমন সংবাদ প্রচার করা হচ্ছে। তবে এই দাবি পুরোপুরি সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটা জানানো হয়।
পোস্টে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পুলিশ সদরদফতরের প্রকাশিত আনুষ্ঠানিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়। বলা হয়, গণমাধ্যমগুলোর দাবি পুরোপুরি সত্য নয় বরং, গত ১০ মাসে প্রধান প্রধান অপরাধ বিভাগের পরিসংখ্যানে স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া যায়।
পরিসংখ্যান অনুযায়ী, ১০ মাসে মোট খুন হয়েছে ৩ হাজার ৫৫৪টি। যারমধ্যে গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ৫৮৩টি খুনের ঘটনা ঘটে এবং সর্বনিম্ন এ বছরের জানুয়ারিতে ২৯৪টি। একই সময়ে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪ হাজার ১০৫টি। যারমধ্যে এ বছরের এপ্রিলে সর্বোচ্চ ৫৩৭টি ঘটনা ঘটে। আর এসিড নিক্ষেপের ঘটনা ঘটে ৫টি।
পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়, ১০ মাসে অপহরণ হয়েছে ৮২৯টি, চুরি ৭ হাজার ৩১০ এবং ডাকাতির ঘটনা ঘটেছে ৬১০টি। এসব বিষয়ে সর্বসাকুল্যে পুলিশের কাছে মোট মামলা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৯৫৫টি।
পোস্টে আরও উল্লেখ করা হয়, কিছু নির্দিষ্ট অপরাধে বাড়তি প্রবণতা থাকলেও সামগ্রিক পরিস্থিতিকে ‘অপরাধের ঢেউ’ বলা যাচ্ছে না। বরং দেখা যাচ্ছে, সবচেয়ে গুরুতর কিছু অপরাধ হয় কমেছে, নয়তো স্থিতিশীল রয়েছে। কেবল কিছু নির্দিষ্ট অপরাধ বিভাগেই সামান্য বৃদ্ধি দেখা গেছে। এসব বিষয়ে নাগরিকদের অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন বলেও জানানো হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.