আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শ্রীপুরে সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্যর অভিযোগে দলিল লেখকদের শাটডাউন কর্মসূচি
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৫
সাব-রেজিস্টারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে গাজীপুরের শ্রীপুর দলিল লেখকদের কর্মবিরতি চলছে। উপজেলার মধ্যে দলিল কমিশনে অতিরিক্ত ফি দাবি, দলিল রেজিষ্ট্রির সময় নানান অজুহাতে দলিল প্রতি অতিরিক্ত অর্থ আদায় ও বিলম্বে অফিসে আসাসহ বিভিন্ন অভিযোগে মঙ্গলবার থেকে সাব-রেজিষ্ট্রার সোহেল রানার বিরদ্ধে এ কর্মবিরতি চলছে। দলিল রেজিষ্ট্রি না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে সাব রেজিষ্ট্রার তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বিকার করেছেন।
গাজীপুরের শ্রীপুরে সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিষ্টার সোহেল রানার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে শাটডাউন কর্মসূচি পালন করছেন দলিল লিখকরা। গত( ৮ জুলাই) থেকে ১০ জুলাই দুপুর পর্যন্ত শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকবৃন্দ এক জরুরী সভার আয়োজন করেন।এই সভায় প্রবীণ দলিল লেখক এবং নবীন দলিল লেখকগণের সকলের মতামতের ভিত্তিতে শাটডাউন কর্মসূচি পালনের অভিমত ব্যক্ত করেন।
বুধবার (১০ জুলাই) সরেজমিনে দেখাযায় সাব রজিস্ট্রি অফিসের সকল দলিল লিখকগণ তাদের কার্যক্রম বন্ধ রেখেছেন। এসময় কথা হয় দলিল লিখক জাকারিয়া মড়লের সাথে।তিনি বলেন , সাব-রেজিস্টার সোহেল রানা শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে যোগদানের পর হতে দলিল লেখকগণের নিকট হতে ঘুষ হিসেবে অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন। এ ব্যাপারে ইতোপূর্বে কলম বিরতি করা হয়। পরে কলম বিরতির পেক্ষিতে সাব-রেজিস্ট্রার সমঝোতা করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দিলে কলম বিরতি তুলে নিয়ে কাজকর্ম শুরু করেন। বর্তমানে সাব-রেজিস্ট্রার পূর্বের চেয়েও অধিক পরিমানে দুর্নীতির আশ্রয় নিয়ে ঘুষ আদায়ে বেপোরোয়া হয়ে উঠেছেন। আমরা সকল দলিল লেখকগণ এ ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে শাটডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.