আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
রাজস্থানে বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৫
ভারতের রাজস্থানের চুরু জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র।
নিহতরা হলেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিধু ও ফ্লাইট লেফটেন্যান্ট রিশি রাজ সিং।
বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। এক্স-এ দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমানটি দুর্ঘটনায় পড়ে। দুজন পাইলটই প্রাণ হারিয়েছেন। কোনো বেসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে।’
স্থানীয় পুলিশ সুপার জয় যাদব জানান, বিমানটি ভূপৃষ্ঠ থেকে নিচু উচ্চতায় উড়ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি বেশ নিচু দিয়ে উড়ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, নিচু উচ্চতায় বিমান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাখির সঙ্গে সংঘর্ষ বা মোবাইল টাওয়ার, উইন্ডমিলের মতো চিহ্নিত না হওয়া বাধার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে।
এই বছর মার্চের পর এটিই তৃতীয় জাগুয়ার দুর্ঘটনা। ৭ মার্চ হরিয়ানার আম্বালা এয়ারবেস থেকে উড্ডয়নের পরপরই একটি জাগুয়ার বিধ্বস্ত হয়। সে সময় পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।
২ এপ্রিল গুজরাটের জামনগরে আরেকটি জাগুয়ার বিধ্বস্ত হলে একজন পাইলট নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন।
জাগুয়ার যুদ্ধবিমান ১৯৭৯ সালে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়। বর্তমানে ৬টি স্কোয়াড্রনে জাগুয়ার রয়েছে। ইঞ্জিন উন্নয়ন পরিকল্পনা ২০১০ সালে শুরু হলেও বেশি খরচের কারণে তা বাতিল হয়। এখনো পুরনো অ্যাডার এমকে ৮১১ ইঞ্জিনে চালিত হয় এই বিমান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.