আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
আজও কলমবিরতি এনবিআর কর্মচারীদের
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৫
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে কলম বিরতি পালন করছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চলবে দুপুর ২টা পর্যন্ত। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রফতানি কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকছে।
গতকাল সোমবার (২৩ জুন) তিন ঘণ্টা কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা।
বিক্ষুদ্ধ কর্মকতারা অভিযোগ করেন, আন্দোলনরতদের বিভিন্ন স্থানে বদলির উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে ক্ষোভ আরও বাড়ছে। সংস্কার সম্পর্কিত কমিটিতে ঐক্য পরিষদের কোন প্রতিনিধি রাখা হয়নি। এমনকি ঐক্য পরিষদের সঙ্গে আলোচনাও করা হয়নি।
এনবিআর চেয়ারম্যানের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে আসছে কর্মকর্তা-কর্মচারীরা। রাজস্ব ভবনের সামনে মোতায়ের করা হয়েছে বাড়তি পুলিশ।
যদিও ঐক্য পরিষদ বলছেন, শান্তিপূর্ণ আন্দোলন চলছে। দাবি আদায় না হলে, পরবর্তিতে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআরকে শক্তিশালী করে টেকসই সংস্কারের বিকল্প নেই বলে জানান আদোলনকারীরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.