আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
কালোটাকা সাদা করার সুযোগ বাতিল হতে পারে
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৫
অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনা এবং ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালোটাকা সাদা করার সুযোগ বাতিল হতে পারে। গত ২ জুন ঘোষিত ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে আগের চেয়ে বাড়তি কর দিয়ে এসব ক্ষেত্রে কালোটাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়। এখন এ প্রস্তাব থেকে সরে আসতে পারে সরকার।
সবকিছু ঠিক থাকলে, আগামীকাল বাজেট চুড়ান্ত করা হবে। এ সুবিধা অনৈতিক ও অন্যায্য উল্লেখ করে, তা বাতিলের সুপারিশ করেছে বিভিন্ন সংস্থা।
এ বিষয়ে অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রস্তাবিত বাজেট নিয়ে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যদিও কালোটাকা সাদা করার সুবিধা অব্যাহত রাখার দাবি জানিয়ে আসছেন আবাসন ব্যবসায়ীরা। তারা দেখা করেছেন অর্থ উপদেষ্টার সাথেও।
আওয়ামী লীগ সরকারের আমলে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসে গত বছরের ২ সেপ্টেম্বর বাতিল করেছিল। বিভিন্ন সরকারের আমলেই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। তবে তেমন সাড়া মেলেনি।
এ পর্যন্ত সব মিলিয়ে অপ্রদর্শিত ৪৭ হাজার কোটি টাকা ঘোষণায় এসেছে, অর্থাৎ সাদা করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ সুযোগটি নেননি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.