
জাতিসংঘের এক সভায় ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের’ জন্য দায়ী করার ভুল করে মার্কিন ভারপ্রাপ্ত চার্জ ডি অ্যাফেয়ার্স ডরোথি শিয়া তৎক্ষণাৎ সংশোধন করে ‘ইরান’-এর নাম বলেন। তিনি শিয়া নিরাপত্তা পরিষদে ইসরায়েলের নাম উচ্চারন করেন কিন্তু পরে থেমে গিয়ে বাক্যটি আবার পড়েন। শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ভুলে ইসরায়েলের নাম উচ্চারন করে এরপর তিনি সংশোধন করে বলেন, ‘ইরান সরকারও এই অঞ্চলে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে।’
তিনি বলেন, গত সপ্তাহে জি-৭ নেতাদের বক্তব্যের প্রতিধ্বনি করে যে ইরানই হলো ‘মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস।’