ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে তেহরানসহ দেশজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর এসব বিক্ষোভ সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন। খবর আলজাজিরার।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, হাজার হাজার মানুষ তাদের নেতাদের পক্ষে স্লোগান দিচ্ছিল এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছিলেন। এমনকি বিক্ষোভকারীদের অনেকেই যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধেও স্লোগান দিয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ এবং দক্ষিণের শিরাজ শহরেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত আগ্রাসন শুরু করে। পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় মারা যান ইরানের বহু সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট তখনই পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়ে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com