‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়’, খামেনির ঘোষণায় ইরানিদের উল্লাস
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৫
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপস নয়’, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এমন ঘোষণায় উল্লাসে ফেটে পড়েন দেশের নাগরিকরা। ইরানের জাতীয় পতাকা হাতে তেহরানের সড়কে হয় বিশাল শো ডাউন।
বুধবার (১৮ জুন) রাতে রাজধানী তেহরানসহ অন্যান্য স্থানে গাড়ির বহর নিয়ে বের হয় উচ্ছ্বসিত ইরানিরা।
মোটরসাইকেল, পিকআপ কিংবা গাড়িতে চড়ে পুরো শহর প্রদক্ষিণ করেন তারা। আনন্দ-স্লোগানে মুখরিত হয় পুরো রাজপথ। কোনো দেশের কাছে আত্মসমর্পন না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি। সর্বোচ্চ নেতার ঘোষণায় পুরো ইরানে নেমে এসেছে গণজোয়ার। জাতীয়তাবাদী চেতনায় যেন নতুন করে জেগে উঠেছে ইরানিরা।
এদিকে, ওয়াশিংটনের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সামাজিকমাধ্যম এক্সে তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নন। তার মার্কিন পররাষ্ট্র ও সামরিক নীতি নির্ধারণ করা উচিত নয়।
ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে নিউইয়র্কে। এছাড়াও, মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com