শরীয়তপুর সখিপুর থানায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত
প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২৫
শরীয়তপুরের সখিপুর থানায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে একাধিক ড্রেজার মেশিন। সখিপুর ইউনিয়ন, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, আরশীনগরসহ বিভিন্ন এলাকায় গোপনে এসব কার্যক্রম চালিয়ে আসছিল একটি চক্র।
আজ শুক্রবার (২৩ মে) সকালে এসব অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালায় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন। সখিপুরের বেড়া চাক্কি এলাকায় পরিচালিত অভিযানে একটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল।
তিনি বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এইসব এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীভাঙন, কৃষিজমি ক্ষতি এবং পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
ইউএনও আরও জানান, নিয়মিতভাবে এসব এলাকায় অভিযান চালানো হবে এবং অবৈধ ড্রেজার মেশিন পরিচালনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয়রা প্রশাসনের এ ধরনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং অন্যান্য এলাকাগুলোতেও দ্রুত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com