আজ
|| ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন শুরু
প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৫
পূর্ব ঘোষণা অনুযায়ী চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) রাজধানীর কাকরাইলে বিকেল ৩ টা ৪৫ মিনিটের পর থেকে এ কর্মসূচি শুরু হয়।
৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মুখপাত্র ড. মঞ্জুর মোর্শেদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন চলবে।
এর আগে, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল দশটায় বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকদের কাকরাইল মোড়ে সমাবেশ করার কথা থাকলেও তা শুরু হয় এক ঘণ্টা পর।
কারণ হিসেবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন বলেন, টানা রাজপথে অবস্থান করায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তিনি জানান, জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা বসবে গণঅনশনে।
তিনি আরও বলেন, সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে ক্যাম্পাসে ফিরে যাবে না তারা। এতে যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায়, তবু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই শিক্ষক।
উল্লেখ্য, গত বুধবার (১৪ মে) দুপুরে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ নিয়ে যাওয়ার সময় কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন জবি শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন বহু শিক্ষক-শিক্ষার্থী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.