আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
কাতারের সামরিক ঘাঁটিতে ‘গড ব্লেস দ্য ইউএসএ’ গানে নাচলেন ট্রাম্প
প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৫
কাতারের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভাষণ দেয়ার আগে মঞ্চে দাঁড়িয়ে তিনি ‘গড ব্লেস দ্য ইউএসএ’ গানে দুলতে থাকেন এবং হালকা নাচের ভঙ্গি করেন। ট্রাম্পের পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন মার্কিন সেনাবাহিনীর সদস্যরা, যারা এই মুহূর্তটি উপভোগ করছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সৌদি আরব ও কাতারের সাথে মাল্টি-মিলিয়ন ডলারের চুক্তি তার দেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
এজন্য, ট্রাম্পের নাচাটাও স্বাভাবিক। দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রথম রাষ্ট্রীয় সফরে ট্রাম্প। আর প্রথম সফরেই সফল বাণিজ্যিক চুক্তি ট্রাম্পের জন্য আনন্দের। এছাড়াও ভারত-পাকিস্তান যুদ্ধে মধ্যস্থতায় ছিলেন তিনি। এক ব্রিফিংয়ে ট্রাম্প দাবিও করেছেন, ‘আমার জন্যই ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে।’
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্পের সময় যে বেশ ভালো যাচ্ছে, কাতারের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে তার নাচই সেই আনন্দের বহিঃপ্রকাশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.