আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
ট্রাম্পের ১৪৫% শুল্কে মার্কিন বন্দরে পৌঁছেছে প্রথম চীনা জাহাজ
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ১৪৫% শুল্কের আওতায় থাকা চীনা পণ্যবাহী প্রথম শিপিং কন্টেইনারগুলো মার্কিন বন্দরে পৌঁছেছে। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরে ইতিমধ্যে সাতটি জাহাজ থেকে ১২ হাজারেরও বেশি কন্টেইনার খালাস করা হয়েছে, যেগুলো শুল্ক কার্যকর হওয়ার পর চীন থেকে রওনা দিয়েছিল। আগামী কয়েক দিনের মধ্যে আরও পাঁচটি জাহাজ সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
এই কন্টেইনারগুলোতে আমাজন, হোম ডিপো, আইকিয়া, র্যালফ লরেন ও ট্র্যাক্টর সাপ্লাই-এর মতো বড় কোম্পানির চীনা পণ্য রয়েছে, যার মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে গৃহস্থালি সরঞ্জাম, পোশাক ও আসবাবপত্র।
আমাজন: রেফ্রিজারেটর, ডিপ ফ্রায়ার, মাউসপ্যাড, বুকশেলফ, লিভিং রুম সোফা সহ বিক্রেতাদের পক্ষে নানা ধরনের পণ্য আমদানি করেছে।
ট্র্যাক্টর সাপ্লাই: পোর্টেবল ড্রাম ফ্যান, বাগানের সরঞ্জাম ও পুরুষদের কাজের বুট আমদানি করেছে।
হোম ডিপো: ল্যাম্প ও সিলিং ফ্যান কাস্টমস ছাড়পত্র পেয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.