১৫ ঘণ্টা পর দক্ষিণবঙ্গে একটি লাইনে রেল চলাচল স্বাভাবিক, পয়েন্টম্যান বরখাস্ত
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৫
দীর্ঘ ১৫ ঘণ্টা পর পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের একটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে খুলনা ও বেনাপোলগামী ট্রেনের সিডিউল বাতিল করা হয়েছে। শনিবার (১০ মে) সারাদিন ক্ষতিগ্রস্ত ট্রেন লাইনের মেরামতের কাজ চলমান রয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসের ইঞ্জিনসহ ২টি কোচ ভাঙ্গা জংশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় দক্ষিণবঙ্গের সকল ট্রেন চলাচল।
তবে রেললাইন চ্যুত হওয়ার ঘটনায় পয়েন্টম্যান নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে রেলের পাকশী বিভাগীয় কর্মকর্তা হাচিনা খাতুন।
তিনি জানান, শুক্রবার রাত থেকে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে দুটি ক্রেন এনে লাইন সচল করা হয়। পয়েন্টম্যান নজরুল ইসলামের ভুলের কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সিগন্যাল পরিবর্তন করেছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয় ভাঙ্গা বামনকান্দা রেল ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সকল যাত্রী রাতেই সড়কপথে তাদের গন্তব্যে রওনা দেয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com