
পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের (ন্যাশনাল কমান্ড অথরিটি) সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের জরুরি বৈঠকের খবর নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। শনিবার (১০ মে) দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ তথ্য ভিত্তিহিন বলে নাকচ করে দেন।
এর আগে, পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। বলা হয়, ভারতের চলমান হামলা মোকাবিলায় শক্তিশালী অস্ত্র ব্যবহার নিয়ে সভায় আলোচনা হবে। অথরিটির কাছ থেকে সবুজ সংকেত পেলে পাকিস্তান সেনাবাহিনী বিধ্বংসী সব অস্ত্র ভারত সীমান্তে মোতায়েন করতে পারবে।
এ বিষয়ে এআরওয়াই টেলিভিশনকে আজ শনিবার খাজা আসিফ বলেন, ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে কোনো বৈঠক হয়নি, কোনো বৈঠক হওয়ার সময়সূচিও ছিল না।
উল্লেখ্য, পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি একটি শীর্ষ সামরিক ও বেসামরিক পর্ষদ। এ কমিটি দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা করে এবং পারমাণবিক অস্ত্র–সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।