আজ
|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত চলছে
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিনদফা দাবিতে রাজধানীর শাহবাগে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের গণজমায়েত চলছে। শনিবার (১০ মে) বিকেল শাহবাগ মোড়ে এই কর্মসূচি শুরু হয়।
শনিবার সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শাহবাগ মোড়ে জনসমাগম বাড়তে থাকে। বিকেল তিনটার দিকে প্রথমে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কিছুক্ষণ পর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগে আসেন।কর্মসূচিতে এনসিপি, জামায়াতে ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ অংশ নিয়েছেন। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা।
বিক্ষোভকারীরা জানান, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও নিষিদ্ধ করতে হবে। সেইসাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র জারির দাবিও জানান তারা।
এদিকে, কর্মসূচির কারণে ওই এলাকা দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে আশাপাশের এলাকায় যানজট দেখা দিয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.