আজ
|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ
প্রকাশের তারিখঃ ৯ মে, ২০২৫
সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল ১০টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয় তাকে। এরপর সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় শুনানী শেষে এ নির্দেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, স্পেশাল র্কোটে তাকে তোলার পর আদালত তাকে কাগারে পাঠানোর নির্দেশ দেয়। তবে আইভী একজন ভিআইপি আসামী। তাকে নারায়ণগঞ্জ কারা কতৃপক্ষ ঢাকার কাশিমপুর মহিলা কারাগারে প্রেরণ করেছেন। আজ আদালতে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ডের আবেদন করেনি পুলিশ, জামিনও চাওয়া হয়নি।’
প্রসঙ্গত, ৮ ঘন্টা অভিযানের পর শুক্রবার ভোর ৬ টায় শহরের দেওভোগের পৈতৃক বাড়ি থেকে গ্রেপ্তার হন আইভী। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল চুনকা কুটিরে যায়। এসময় পুলিশের উপস্থিতির খবর পেয়ে এলাকাবাসী সড়কে নেমে আসেন ও বিক্ষোভ করেন। তারা রাতের আধারে আইভীকে নিয়ে যেতে দেবে না বলে দাবি করে। সারা রাত অবরুদ্ধ থাকার পর ভোর ৬টায় স্বেচ্ছায় পুলিশের সাথে গাড়িতে ওঠেন আইভী। এরপর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘আইভীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় অন্তত পাঁচটি মামলার আসামি করা হয়েছে। এর মধ্যে মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.