
মৃত্যুর আগেই ৯৯ শতাংশ সম্পদ দান করে দেবেন বিল গেটস। গতকাল বৃহস্পতিবার (৮ মে) নিজের ব্লগ পোস্টে এ ঘোষণা দেন তিনি। আগামী দুই দশকের মধ্যে নিজস্ব দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিলিয়ে দেবেন ২০ হাজার কোটি ডলার। যা মূলত ব্যয় হবে মানবসেবায় বলে জানান এই ধনকুবের।
বিল গেটসকে একনামেই চিনে পুরো বিশ্ব। প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি। তার বিশ্বাস, ধনী ব্যক্তিদের দায়িত্ব তাদের সম্পদ সমাজে ফিরিয়ে দেওয়া।
সেজন্য তিনি ঘোষণা দিলেন, আগামী ২০ বছরের মধ্যে দান করবেন নিজের ৯৯ শতাংশ সম্পদ। তিনটি লক্ষ্য পূরণে কাজ করবে তার বিপুল অর্থ। যার অন্যতম— মা ও শিশুদের প্রাণঘাতী রোগ থেকে মুক্ত করা, ম্যালেরিয়া ও হামের মতো সংক্রামক রোগ নির্মূল এবং কোটি কোটি মানুষের দারিদ্র্য বিমোচন।
এর আগে ২০২২ সালে এমন পরিকল্পনা জানিয়ে সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন। তখন জানান, তার মৃত্যুর পর ধাপে ধাপে দান করা হবে সম্পদ। তবে হঠাৎই সিদ্ধান্ত বদলে ফেলেন এই ধনকুবের। গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে লিখেন, জীবিত অবস্থাতেই বিলিয়ে দিতে চান বিপুল অর্থ-সম্পদ। যেন, কেউ তার প্রতি প্রশ্ন তুলতে না পারে।
২০৪৫ সালের ৩১ ডিসেম্বর নিজের দাতব্য প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশন বন্ধ করে দেওয়া হবে বলে এর মধ্যে ঘোষণা দেন। প্রতিষ্ঠানের মাধ্যমে দান করবেন ২০ হাজার কোটি ডলার। এরই মধ্যে, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে গেটস ফাউন্ডেশন ব্যয় করেছে ১০ হাজার কোটি মার্কিন ডলার।
বিল গেটস চান, তার অর্থ দিয়ে মানুষের জন্য এখনই কিছু করা হোক। তাই ফাউন্ডেশনকে স্থায়ী না রেখে, নির্দিষ্ট সময়ের মধ্যেই সব খরচের পরিকল্পনা নিয়েছেন তিনি।
বিল গেটস বলেন, যদি আমরা ফাউন্ডেশনটাকে চিরস্থায়ী করার চিন্তা বাদ দেই, তাহলে এখনই অনেক বেশি খরচ করতে পারব। ২০ বছর পরও, অনেক ধনী ব্যক্তি থাকবেন বিশ্বে। ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলা করতে পারবেন তারা।
তবে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, মোট সম্পদের ৯৯ শতাংশ দান করার পরও শত কোটি ডলার থেকে যাবে বিল গেটসের হাতে।