আজ
|| ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
রূপগঞ্জে অনুমোদন না থাকায় হাউজিং প্রকল্পে প্রশাসনের অভিযান
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৫
রূপগঞ্জে অনুমোদনহীন হাউজিং প্রকল্পের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ মে) উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তাছবীর হোসেন।
অভিযানে ‘মর্ডান জমিদার সিটি’ নামের একটি অনুমোদনহীন হাউজিং প্রকল্পের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করা হয়। দীর্ঘদিন ধরে ওই প্রকল্পের কর্তৃপক্ষ স্থানীয় কৃষকদের কৃষিজমিতে অবৈধভাবে বালু ফেলে এবং জোরপূর্বক জমি দখল করে আসছিল। এর ফলে প্রকৃত জমির মালিকরা তাঁদের পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ হয়ে ভূমিহীন হয়ে পড়ছেন। এছাড়া, কৃষিজীবিকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা।
স্থানীয়রা জানান, এমন বেআইনি কার্যক্রমের ফলে একদিকে যেমন কৃষকদের অপূরণীয় ক্ষতি হচ্ছে, অন্যদিকে চাষযোগ্য জমি কমে যাওয়ায় কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমির প্রকৃত মালিকদের স্বার্থ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.