লাহোরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয়ের নির্দেশ
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৫
পাকিস্তানের লাহোরে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল তাদের সব কর্মীকে ‘নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার’ জন্য জরুরি নির্দেশ দিয়েছে। লাহোর ও এর আশেপাশে ‘ড্রোন বিস্ফোরণ’ এবং ‘আকাশসীমায় সম্ভাব্য অনুপ্রবেশ’-এর খবর পাওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কনস্যুলেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, লাহোরের প্রধান বিমানবন্দর সংলগ্ন কিছু এলাকা কর্তৃপক্ষ খালি করার প্রক্রিয়ায় রয়েছে বলে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে।
কনস্যুলেট সরাসরি সংঘাতের কবলে পড়তে পারে এমন এলাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদেরকে সম্ভব হলে নিরাপদে সেখান থেকে সরে যেতে এবং তা সম্ভব না হলে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে।
অন্যদিকে, ভারত দাবি করেছে যে তারা পাকিস্তানের ‘বিভিন্ন স্থানে’ অবস্থিত বিমান প্রতিরক্ষা রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ভারতীয় হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে এক প্রশ্নের উত্তরে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ বলেন, ভারতীয় ক্ষেপণাস্ত্র ও গোলায় পাকিস্তানে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে ২৬ জন ক্ষেপণাস্ত্রে, আর পাঁচজন গোলার আঘাতে নিহত হন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি এর দায় চাপিয়েছে ইসলামাবাদের ঘাড়ে। দু’দেশ থেকে নেয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ। উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু-কাশ্মিরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত।
এদিকে, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান। তার মধ্যে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের চারটি সূত্র আজ বুধবার (৭ মে) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত ভারতের পাঁচটি আকাশযান, যার মধ্যে রয়েছে– তিনটি রাফাল, একটি এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি হেরন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।’
এদিকে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলার কয়েক ঘণ্টা পর বিশ্ববাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে।’
এদিকে, পাকিস্তানে স্থানীয় সময় মঙ্গলবার (৭ মে) ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলার পর মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন হয়েছে।
স্থানীয় সময় বুধবার (৭ মে) নন-ডেলিভারেবল ফরওয়ার্ড (এনডিএফ) বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমেছে।
এক মাসের এনডিএফ ইঙ্গিত দিচ্ছে, অনশোর স্পট মার্কেট খোলার সময় রুপির মান ৮৪.৬৪ থেকে ৮৪.৬৮ ডলারে পৌঁছাতে পারে, যা মঙ্গলবারের ৮৪ দশমিক চার তিন থেকে নিচে।
এদিকে, ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মূল্য বিশ্ব বহন করতে পারবে না। কারণ— ইতোমধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। অন্যদিকে, চলছে গাজা-ইসরায়েল যুদ্ধ। এমন সময়ে আরেকটি যুদ্ধ দেখতে চায় না বিশ্ববাসী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com