আজ
|| ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নারায়ণগঞ্জে জেনারেল হাসপাতালে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৫
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু করা হয়েছে। বুধবার (৭ মে), ১০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ৪ বেডের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মশিউর রহমান, আরএমও ডা. জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, “আমরা সবার সুস্থতা কামনা করি। তবে বাস্তব জীবনে নানা কারণে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো সময় হাসপাতালে যেতে হয়। সে বিবেচনায় আমরা ভাবছি—কীভাবে এই হাসপাতালকে আরও জনবান্ধব করে গড়ে তোলা যায়। মানুষ যেন যথাযথ চিকিৎসা সেবা পায়, সেই লক্ষ্যে আমরা চিকিৎসক ও সিভিল সার্জনকে সঙ্গে নিয়ে এই উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুস্থভাবে এ পৃথিবীতে আসতে পারে, সেজন্য নবজাতকদের জন্য একটি স্পেশাল কেয়ার ইউনিট স্থাপনের কথা আমরা গত সপ্তাহে বলেছিলাম। সাত দিনের মধ্যেই সেই ইউনিট চালু করতে সক্ষম হয়েছি, যেখানে চারটি বেড থাকবে।”
তিনি বলেন, “যেসব মায়েরা সরকারি হাসপাতালে আসেন, তাদের অনেকেই প্রাইভেট হাসপাতালের ব্যয় বহন করতে পারেন না। আমরা চাই তাদের মুখে হাসি ফুটুক—এই লক্ষ্যেই স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু করেছি।”তিনি আরও জানান, “আমরা এখানে একটি আইসিইউ চালুর জন্য আলোচনা করছি এবং ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। আশা করছি খুব শিগগিরই একটি ১০ বেডের আইসিইউ চালু করতে পারবো।”
এ সময় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, “জেলা প্রশাসন ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের দুটি হাসপাতালকে জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় আমরা দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতালে শিশুদের জন্য স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু করতে পেরেছি।”
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.