নারায়ণগঞ্জে গ্যাসের পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৫
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ পাঁচ শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে বুধবার (৭ মে) দুপুরে উপজেলার সাদিপুর, নয়াপুর ও কাঁঠালিয়াপাড়া এলাকায় তিনটি স্থানে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় তিনটি খাবার হোটেলসহ দুই কিলোমিটার বিস্তৃত দুই শতাধিক বাসা বাড়ির পাঁচ শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার ও বার্নার। পরে অবৈধ সংযোগস্থলগুলো এস্কেভেটর দিয়ে স্থায়ীভাবে সিলগালা ও অপসারণ করে তিতাস কর্তৃপক্ষ।আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অবৈধ সংযোগ বন্ধে আমাদের অভিযান চলামন থাকবে। আমরা কাউকে ছাড় দেব না।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com