
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ পেট্রোলিয়াম, ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামী শনিবার এক মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে। বুধবার (৭ মে) এসোসিয়েশনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলো:
সভার নোটিশ
আগামী ১০ মে ২০২৫ইং রোজ শনিবার সকাল ০৯:৩০ ঘটিকায় বাংলাদেশ পেট্রোলিয়াম, ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট ২২ কাকরাইল, ঢাকা-১০০০ (এস এ পরিবহন-এর পাশে) একটি মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে।
উক্ত সভায় আলোচ্য বিষয়সমূহ :
১। বর্তমান জ্বালানী তেল ব্যবসায়ীদের উপর বিভিন্ন দপ্তরের (সড়ক ও জনপথ, ফায়ার সার্ভিস, বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, শ্রম অধিদপ্তর) লাইসেন্স জোর পূর্বক চাপানো ও বিভিন্নভাবে হয়রানি করা প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
২। আমাদের তেল বিক্রয় ও কমিশন বৃদ্ধি করা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
৩। বিভিন্ন স্থানে অনুমতিবিহীন মেশিন দ্বারা ও ক্যানের মাধ্যমে ছোট ছোট দোকানে তেল বিক্রয় বন্ধ করা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
৪। ভেজাল তেল বিক্রয় বন্ধকরণ প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
৫। বিবিধ।
অতএব সম্মানীত সকল সদস্যগনকে যথাসময়ে উপস্থিত থেকে সভাকে সাফল্য মন্ডিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে
আপনার বিশ্বস্ত
সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল
সভাপতি
বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন
কেন্দ্রীয় কমিটি, ঢাকা।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান রতন
মহাসচিব
বাংলাদেশ পেট্রোলিয়াম, ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স
এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন
কেন্দ্রীয় কমিটি, ঢাকা।
বিশেষ দ্রষ্টব্য : ১১ মে রোজ রবিবার সভার সিদ্ধান্তের আলোকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।