আজ
|| ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি
হাজার কোটি টাকার সার আত্মসাৎ: সাবেক এমপি পোটনসহ ৫ জনের নামে দুদকের মামলা
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৫
১ হাজার ৮৪ কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে নরসিংদী-২ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পোটনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার (৭ মে) সংস্থাটির সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অন্য আসামিরা হলেন, মেসার্স পোটন ট্রেডার্সের মহাপরিচালক মো. শাহাদত হোসেন, মহাব্যবস্থাপক মো. নাজমুল আলম বাদল, উত্তরবঙ্গ প্রতিনিধি মো. সোহরাব হোসেন ও খুলনার নওয়াপাড়া প্রতিনিধি মো. আতাউর রহমান।
মামলায় সূত্রে জানা গেছে, পোটন ট্রেডার্সের মাধ্যমে ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন এমওপি, টিএসপি ও ডিএপি সার আমদানি করা হয়। পরে এই সার সরবরাহ না করে আসামিরা আত্মসাত করেছে বলে অভিযোগ আনা হয়েছে। মামলায় সারের বাজারমূল্য প্রায় এক হাজার ৮৪ কোটি টাকা বলেও উল্লেখ করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.