
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী সীমান্ত দিয়ে ৩৬ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। টের পেয়ে তাদেরকে আটক করেছে বিজিবি। রোহিঙ্গাদের সাথে ৮ বাংলাদেশি রয়েছে বলেও জানা গেছে।
বুধবার (৭ মে) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ও জামালপুর ৩৫ বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ভোরে রৌমারীর শাপলা চত্ত্বর এলাকায় ভ্যানে করে যাওয়ার সময় ২০ রোহিঙ্গাসহ ৭ বাংলাদেশিকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আরও ২ রোহিঙ্গা ও এক বাংলাদেশিকে আটক করে রৌমারী থানা পুলিশ।
এছাড়া এদিন ভোরে ভূরুঙ্গামারীর নতুনবাজার থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। পরে তাদের কুড়িগ্রাম ২২ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশইন করেছে। বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিজিবি।