আজ
|| ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি
একযোগে বিআরটিএর ৩৫ অফিসে দুদকের অভিযান
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৫
নানা অনিয়মের অভিযোগে রাজধানী ঢাকাসহ দেশের ৩৫টি বিআরটিএ অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) সকালে এই অভিযান শুরু হয়।
অভিযানে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি নথিপত্র যাচাই-বাছাই করা হয়। এতে নানা অনিয়ম-অসঙ্গতি ধরা পড়ে। কয়েক জায়গায় দুদকের কাছে হাতেনাতে দালালচক্রের সদস্যরা ধরা পড়ে। এ সময় অর্থদণ্ডের পাশাপাশি তাদের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় এই অভিযান পরিচালনা করে দুদক। জেলা বিআরটিএ অফিসগুলোর মধ্যে রয়েছে, চট্টগ্রাম, খুলনা, জয়পুরহাট, শেরপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাঙ্গামাটি, বরিশাল, গোপালগঞ্জ।
দুদক জানায়, বরিশাল বিআরটিএ অফিসে ছদ্মবেশে যায় দুদক। এ সময় দুদকের লোকজনকেই টাকার বিনিময়ে লাইসেন্স করে দেয়ার আশ্বাস দেয় দালাল চক্রের কয়েকজন। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কয়েকগুণ বেশি টাকা নেয়ার প্রমাণ পাওয়া যায়। পরে এক দালালকে জরিমানার পাশাপাশি একমাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে, চট্টগ্রাম নগরীর বালুছড়ায় বিআরটিএ’র প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এ সময় বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে অসঙ্গতি ও অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানায় দুদক।
গোপালগঞ্জেও বিআরটিএ’র জেলা কার্যালয়ে সেবা গ্রহীতাদের সঠিক তথ্য না দেয়া, ঘুষ নেয়া, দালাল চক্রের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পায় দুদক।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.