
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ মে) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার সামসুল আলম সরকার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মোহাম্মদ ইসমাইল হালদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। এদের মধ্যে কামাল, ইসমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালীতে, অন্য দুইজনের বাড়ি মাদারীপুর জেলায়।
পুলিশ সুপার আরও জানান, ঘটনার পরপরই জেলা পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয় এবং তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
তিনি বলেন, ছয়জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল এ ঘটনায় জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক একজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ২টার দিকে মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা করে একটি সংঘবদ্ধ দল। ঘটনাটি ধরা পড়ে গাড়ির ড্যাশক্যামে। চালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।