আজ
|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি দিয়ে অন্তত ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ ঘটেছে। এদের মধ্যে নারী রয়েছেন কমপক্ষে ২৭ জন। বুধবার (৭ মে) সকাল থেকে তাইন্দং ও লোগাং সীমান্ত দিয়ে ভারতীয়দের এমন অনুপ্রবেশ ঘটতে থাকে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় প্রশাসন যমুনা টিভিকে জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ ঘটেছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুপ্রবেশের পর লোকালয়ে ঘুরছিলো তারা। এসময় তাদেরকে অপরিচিত লাগলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চান।
কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় খবর দেয়া হয় বিজিবিকে। পরে বিজিবি এসে তাদেরকে হেফাজতে নেয়।
আটককৃত ব্যাক্তিদের জিজ্ঞেসাবাদ করলে তারা নিজেদেরকে গুজরাটের অধিবাসী বলে দাবি করেন। জানান, তাদেরকে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে আসা হয় এবং ১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা শান্তিপুর সিমান্ত দিয়ে তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করান।
সীমান্তবর্তী মাটিরাঙ্গার গোমতীর শান্তিপুর এলাকার বাসিন্দাদের ধারণা, মুসলিম হওয়ায় তারা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, আটক ভারতীয়রা সাবাই হাজী পাড়া আবুল মাষ্টারের বাড়িতে রয়েছে। সেখানে সতর্ক পাহারায় রয়েছে বিজিবি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.