আজ
|| ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
জুবায়ের হত্যা মামলায় ৪ আসামীর মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৫
আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় আদালত ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে । মঙ্গলবার (৬ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইকবাল হোসেন (৩৩), মো. স্বপন (৪৫), সায়মন ওরফে ইউনুস মিয়া (২২) এবং আনোয়ার হোসেন সানি (২৩)। একইসাথে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রাসেল হোসেন (২৩) ও হাসান আল মামুন (১৮)।
নিহত হকার জুবায়ের হলেন ফতুল্লার উত্তর মাসদাইরের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাসেল হোসেন পলাতক থাকলেও বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২১ সালের ১৪ অক্টোবর বিকেলে শহরের সাধু পৌলের গির্জার সামনে সাদেকের জুতার দোকানে কাজ করছিলেন জুবায়ের। ফুটপাতে দোকান বসানো নিয়ে হকার স্বপনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বপন তাকে বলাকা পেট্রোল পাম্পের সামনে নিয়ে মারধর শুরু করে। পরে ইকবাল পাশের দোকান থেকে ধারালো ছুরি এনে জুবায়েরকে কুপিয়ে জখম করে। অন্যান্য আসামিরাও তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর জুবায়েরের মা মুক্তা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইকবালসহ আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.