মিথ্যা অভিযোগে বাদ দেয়া হয়েছে বলে দাবি অব্যাহতি পাওয়া এসআইদের
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৫
শৃঙ্খলাভঙ্গের মিথ্যা অভিযোগে ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ট্রেনিং থেকে ৩২১ জনকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দাবি করেছেন অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ ক্যাডেট উপ-পরিদর্শকরা (এসআই)। বাংলাদেশ পুলিশ একাডেমির ১১৩ বছরের ইতিহাসে এমন নজির এই প্রথম বলেও মন্তব্য করেন তারা।
আজ মঙ্গলবার (৬ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন।
তারা বলেন, যোগ্যতার শতভাগ প্রমাণ দিয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উত্তীর্ণ হয়ে ট্রেনিংয়ে যোগদান করেন। অথচ এক বছরের ট্রেনিং শেষ করার পর কতকগুলো মিথ্যা অভিযোগে চার ধাপে অব্যাহতি দেয়া হয়। তাছাড়া, শৃঙ্খলাভঙ্গ হয়েছে কিনা সেটা নিশ্চিতে তারা সিসিটিভি ফুটেজ চেক করার অনুরোধ করেন।
তারা আরও বলেন, চাকরি করে যেখানে পরিবারের হাল ধরার কথা, সেখানে এখন পরিবারের বোঝায় পরিণত হয়েছেন। এই অবস্থায় ৩২১টি পরিবার সমাজের কটু কথায় ও অর্থনৈতিকভাবে অন্ধকারে নিমজ্জিত। বর্তমানে অব্যাহতি দেয়া সকলকে চাকরিতে ফিরিয়ে দেশের সেবা করার সুযোগ দেয়ার দাবি জানানো হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় চারটি ধাপে তাদের ৩২১ জনকে জনকে অব্যাহতি দেয়া হয়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com