ইউক্রেনের শহর খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছেন শুক্রবার (২ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় ২০ জনেরও বেশি লোক আহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই এ হামলাগুলো চালায় রাশিয়া।
মস্কোর তিন বছরের আগ্রাসনের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র উভয়পক্ষের সাথে আলোচনা করা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বেসামরিক এলাকায় রাশিয়ার হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।
খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘চারটি জেলায় রাশিয়ার বিশাল আক্রমণের কারণে প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়েও রয়েছে।’
তিনি আরো বলেন, ড্রোন হামলার ফলে আগুন লেগে যায়। এতে আবাসিক ভবন, বেসামরিক অবকাঠামো এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, কিয়েভ ও ওয়াশিংটন ইউক্রেনে খনিজ উত্তোলনের জন্য একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করার পর হামলার ঘটনাটি ঘটলো।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com