আজ
|| ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি
সংস্কার আমাদের দাবি, আমাদের সন্তান: মির্জা ফখরুল
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা বারবার অনুরোধ করেছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে তিনি একথা জানান।
বিএনপির এই নেতা বলেন, সবচেয়ে বঞ্চিত শ্রেণি হচ্ছে শ্রমিকরা। তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে অথচ তারা ন্যায্য মজুরি পায় না।শিশুদের জীবিকার জন্য হাতুড়ি পেটাতে হচ্ছে। যেখানে তার লেখাপড়া করার কথা, খেলাধুলা করার কথা, সেখানে তার পরিবার রক্ষার জন্য তাকে কারখানায় কাজ করতে হয়। যুগের পরিবর্তন হয়েছে, যন্ত্রের আবিষ্কার হয়েছে, কম্পিউটার এসেছে, উৎপাদনের প্রক্রিয়ার পরিবর্তন হয়েছে। কিন্তু শ্রমিক শ্রেণির পরিবর্তন হয়নি।
তিনি বলেন, রাজনৈতিকভাবে অস্বাভাবিক সময় পার করছি। ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে, কিন্তু গণতন্ত্রের উত্তরণ হয়নি। মানুষের আকাঙ্ক্ষা জনগণের সরকার গঠন করতে পারিনি।
সংস্কারের দাবি প্রথমে বিএনপিই নিয়ে এসেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কার আমাদের দাবি, আমাদের সন্তান। সুতরাং কঠিন সময়েও সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। আজকে সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা সামনে নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যাবে।
তিনি বলেন, বারবার সরকার এসেছে, কিন্তু শ্রমিক শ্রেণির জন্য যে কাজ দরকার ছিল তা হয়নি। প্রথম জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন। গার্মেন্টস কারখানা চালু করে নতুন সুযোগ তৈরি করেছিলেন। বিদেশে শ্রমিক রফতানির ব্যবস্থা করেছিলেন। রেমিট্যান্সের ব্যবস্থা করেছিলেন। যা কিছু, যতটুকু কল্যাণকর কাজ হয়েছে শ্রমিকদের জন্য সবই বিএনপি করেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.