আজ
|| ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) এলাকায় পাহাড় ধসে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে কেইপিজেডের বৈরাগ এলাকার এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, আব্দুর রহিমের ছেলে রোহান, ইমরান হোসেনের ছেলে মিসবাহ। আহতরা হলো, মোস্তাক মিয়ার ছেলে সিয়াম ও আবুল কাশেমের ছেলে সিফাত।
স্থানিয়রা জানান, বৃহস্পতিবার সকালে ওই পাহাড়ের পাদদেশে শিশুরা ফুটবল খেলছিল। এ সময় হঠাৎ চারজন শিশুর উপর পাহাড় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন শিশু মারা যায়। আহত হয় দুইজন শিশু।
তারা আরও জানান, কেইপিজেড এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটার ফলে আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল। গতরাতের বৃষ্টিতে পাহাড়ের মাটি আরও নরম হয়ে যায়। এর ফলে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.