আজ
|| ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি
সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই: রেজাউল করীম
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৫
সর্বপ্রথম সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে। এগুলো নিশ্চিত হওয়া ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর পল্টনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ পার্টির (এবি) সাথে আলোচনা শেষে এ কথা বলেন তিনি।
মুফতী রেজাউল করিম বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায় ইসলামী আন্দোলন। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি বাক্স রাখার ব্যাপারে আলোচনা চলছে। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ রেখে কাজ করতে হবে। এ সময় প্রশাসনে বিদ্যমান ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। দেশজুড়ে আবারও চাঁদাবাজিসহ পুরনো সাংস্কৃতি ফিরে আসছে। এগুলোকে প্রতিহত করা হবে।
করিডর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, মানবিক করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল।
এবি পার্টির চেয়ারম্যান হলেন মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একতা ভাঙার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.