
গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) কালীগঞ্জ থানার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল (৪০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুর্বাটি এলাকায় মৃত আলাউদ্দিন পালোয়ানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ইসমাইল হোসেনের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাইদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে ইসমাইল হোসেন বাড়ির কাছের ক্ষেতে ধান কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে ইসমাইল হোসেন গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।