
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে আইনজীবীরা জানান, জুলাই আন্দোলনে শেখ হাসিনার মতো গণহত্যায় সমানভাবে দায়ী সাবেক বিচারপতি খায়রুল হক। তিনি বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও কেন তাকে আইনের আওতায় আনা হচ্ছে না, সে প্রশ্নও তোলেন তারা। এ সময় খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। অবিলম্বে খায়রুল হককে গ্রেফতার করে বিচার কার্যক্রম শুরু না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন তারা।
এছাড়াও, বিক্ষোভ কর্মসূচি শেষে খায়রুল হককে গ্রেফতারের দাবিতে আগামী বুধবার সুপ্রিম কোর্টের সামনের গেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেন তারা।