ভারতের নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৫
ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছাকাছি ভূপাতিত করা হয় কোয়াডকপ্টার ড্রোনটি।
এ সময় ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তোলে পাকিস্তান। অভিযোগ, পাকিস্তানের সেনাবাহিনীর ওপর নজরদারির জন্য ড্রোনটি পাঠানো হয়েছিল।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত দুই দেশর সম্পর্ক। বেড়েছে পাল্টাপাল্টি সামরিক তৎপরতাও।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com