
কানাডার ৪৫তম জাতীয় নির্বাচনের জয় লাভ করেছে প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি। এ নিয়ে টানা চতুর্থবার কানাডার ক্ষমতায় বসতে যাচ্ছে দলটি।
গত জানুয়ারিতে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির পদ থেকে সরে দাঁড়ান। এরপরই তার স্থলাভিষিক্ত হন ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি। সেই সঙ্গে এবারই প্রথমবারের মতো কোনো নির্বাচনে জয়ী হলেন তিনি।
জয় লাভের পর মার্ক কানি সমর্থকদের উদ্দেশে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করছেন যাতে আমেরিকা আমাদের দখল করতে পারে। কিন্তু এটা কখনোই ঘটবে না।
তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও কানাডাবাসীর ওপর তার বিশ্বাস আছে। কারণ কানাডা কেবল একটি জাতি না, এর চেয়েও বেশি কিছু। আমরা একসাথে আছি এবং সবসময় একটি ফেডারেশন হিসেবে থাকবে। আমরা নিখুঁত নই, তবে ভালোর জন্য চেষ্টা করি।
মার্ক কানি আরও বলেছেন, কানাডার শক্তি আমাদের ঐক্য এবং একসাথে কাজ করার মানসিকতায় নিহিত।