আজ
|| ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
এখনকার আত্মবিধ্বংসী সভ্যতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে: প্রধান উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখনকার মানবসভ্যতা আত্মবিধ্বংসী। এই প্রবণতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ সভ্যতা বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে। একসময় যা আমাদের বিনাশ করবে।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক অধিবেশনে ‘থ্রি জিরো’ তত্ত্বের ওপর দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেছেন, ‘থ্রি জিরো’ মোটিভ নিয়ে কাজ করতে পারলে এই সভ্যতার পরিবর্তন সম্ভব। এ সময় তরুণদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।
তরুণদের স্বপ্নবাজ হওয়ার তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা তরুণ প্রজন্মকে সাইন্স ফিকশনের পাশাপাশি সোশ্যাল ফিকশন লেখার আহ্বান জানান। এতে করে সমাজের নানা কথা উঠে আসবে বলে মত তার।
দারিদ্র্যতা দরিদ্ররা তৈরি করে না, এটা সিস্টেম তৈরি করেছে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বক্তব্য দেয়া শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.