আজ
|| ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
বন্দরে সরকারি অফিসে ডাকাতি: নরসিংদী থেকে আটক
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৫
বন্দরের নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। শুক্রবার (১৮ এপ্রিল) যৌথ অভিযানে নরসিংদীর মাধবদী বিরিকান্দি (পশ্চিমপাড়া) এলাকা থেকে তাকে আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর উপপরিচালক মেজর অনাবিল ইমাম।
আটককৃত ডাকাতের নাম মো. রুবেল মিয়া (৩৫)। সে নরসিংদীর মাধবদী বিরিকান্দি এলাকার মো. আদম আলীর ছেলে।
র্যাব-১১-এর উপপরিচালক মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, জানায়, গত ১৬ জানুয়ারি দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে ১২-১৩ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রসহ পদুঘর ইনডোর বৈদ্যুতিক সাব স্টেশনে হামলা চালায়। তারা ডিবি লেখা পোশাক পরে গেট টপকে ভেতরে ঢুকে নিরাপত্তা প্রহরী, লাইনম্যান ও সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ারকে হাত-পা বেঁধে জিম্মি করে। ডাকাতরা মোবাইল ছিনিয়ে নেয়, গেট ও স্টোর রুমের তালা ভেঙে ট্রান্সফরমার, সিসিটিভি, কম্পিউটার সামগ্রী লুট করে নেয়। তারা অফিসের সিসিটিভি ভেঙে হার্ডডিস্ক নিয়ে চলে যায়, যার ফলে পুরো ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের প্রায় ১৫ লাখ ৮৫ হাজার ৫৯৪ টাকার ক্ষতি হয়। আটক রুবেল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত। তাকে বন্দর থানায় হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় অন্যান্য আসামিদের শনাক্তে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.