
গাইবান্ধায় মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তাছাড়া, মামলায় অন্য দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আতিকুর রহমান এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) ও আসাদুল ইসলাম (৩২)। এছাড়া খালাস পাওয়া দুইজন হলেন, শ্রীমন্তপুর গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও আনারুল ইসলাম (৪০)।
মামলার বরাত দিয়ে আদালতের স্টেনোগ্রাফার মো. সাইদুর রহমান জানান, ২০২১ সালে ১৬ জুলাই গাইবান্ধার রংপুর-ঢাকা মহাসড়কের পেট্রোল পাম্পের সামনে থাকাম একটি ট্রাক তল্লাশী করে র্যাব। পরে ট্রাকের ক্যাবিনে থাকা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে ৫৯০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। এ সময় পাঁচজনকে আটক করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম প্রামাণিক বলেন, আদালতে দীর্ঘ শুনানি শেষে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দেয়া হয়েছে।