আজ
|| ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি
সিদ্ধিরগঞ্জে মহাসড়কের বিকল হওয়া ট্রাকে ধাক্কা, দুইজন নিহত
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৫
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের ড্রাইভার মো. রুবেলকে (৪২) আটক করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় রিনালয় সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) ও শরীয়তপুর জেলার জাজিরা এলাকার ট্রাক চালক সুমন মিয়া (৪৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এসময় তাৎক্ষণিক অপর একটি লো বেডের লং ভি হাইকেল বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করার লক্ষ্যে চেইন দিয়ে বাধার সময় চট্টগ্রামগামী অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক রুবেলকে আটক করা হয়েছে। আমরা পরিবারের সাথে যোগাযোগ করেছি। এই ঘটনায় সড়ক দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.