আজ
|| ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
দলগুলোর সঙ্গে প্রাথমিক সংলাপ শেষ হবে মে মাসে: আলী রীয়াজ
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৫
আগামী মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক সংলাপ শেষ হবে, এ কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে, সেটি আবারো ফিরবে এমন প্রত্যাশা তার।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান।
এ সময় আলী রীয়াজ বলেন, আলাপ-আলোচনার মধ্য দিয়েই মতপার্থক্য দূর করা সম্ভব হবে। একইসঙ্গে যে সমস্ত জায়গায় রাজনৈতিক দলগুলো একমত আছে, তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে।
তিনি আরও জানান, জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা, সেই দিকে অগ্রসর হতে পারবো।
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের খসড়ার বেশিরভাগ জায়গায় একমত হয়েছে তার দল। প্রস্তাবিত সংস্কারগুলোর বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়ক হবে বলেও মনে করে তার দল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.