আজ
|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষদের নিয়ে জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৫
নানান কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বরণ করে নেওয়া হয়েছে ‘বাংলা নববর্ষ ১৪৩২’। নববর্ষকে বরণ করে নিতে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, কান্তি খেলা ঘর আসরসহ বিভিন্ন সংগঠন আনন্দ শোভাযাত্রা বের করে। সংগঠন গুলো বর্ষবরনে আয়োজন করছে নানা অনুষ্ঠান মালা।
সোমবার নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পহেলা বৈশাখের শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ কর্মকর্তাগন ও নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, কান্তি খেলা ঘর আসর সহ বিভিন্ন সংগঠন আনন্দ শোভাযাত্রা বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
জেলা প্রশাসনের পহেলা বৈশাখের এমন উদ্যোগ নববর্ষ বরণের আনন্দ আরো বাড়িয়ে তুলেছে বলে জানান মেলায় স্টল নিয়ে বসা দোকানিরা।
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা জানান, আমাদের সংস্কৃতি আমাদের ঐতিয্য, এ আয়োজনের মাধ্যমে আমরা এ ঐতিয্যকে তুলে ধরতে চেয়েছে। বাংলাদেশ একটি সামাজিক সম্প্রীতির লীলা ভূমি সেটা দেখাতে চেয়েছি। ধর্মবর্ন নির্মিশেষে সবাই একত্রিত হয়েছি।
জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, পহেলা বৈশাখ উদযাপনে নারায়ণগঞ্জে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃংখলাবাহীনী। দিনব্যাপী সবাই নববষর্রে অনন্দ উদযাপন করবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নারায়ণগঞ্জ শান্তিময় নারায়ণগঞ্জে গড়ে উঠুক জানিয়ে বলেন, সকল ফ্যাসিষ্টদের বিচার নারায়ণগঞ্জের মাঠিতে হবে।
প্রশাসন কখনো কোন দলীয় করণ করবে না আশাবাদ ব্যক্ত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, সকল দলমত নির্মিশেষে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সব ধরনের অনুষ্ঠান পালন করবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.