আজ
|| ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আদমজী ইপিজেডে হামলার ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৫
স্টাফ রিপোর্টার : 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) কয়েকটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার ভোরে আদমজী ইপিজেডের কর্মকর্তা মুনসুর হাওলাদার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম। তিনি বলেন, মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় ইপিজেডে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও নিরাপত্তা কর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় শনিবার আটক ৪৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি।এ মামলায় গ্রেপ্তার আসামিদের বয়স ১২ থেকে ৪০ বছরের মধ্যে। বেশ কয়েকজন শিশুও রয়েছেন গ্রেপ্তারের তালিকায়। তাদের ঘটনাস্থল থেকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে বলে জানান পুলিশ কর্মকর্তা শহীনূর আলম। এর আগে গত শনিবার বিকেলে কারখানা বন্ধ রেখে 'মার্চ ফর গাজা' মিছিলে যোগ না দেওয়ায় কয়েকশ লোক ইপিজেড এলাকায় ঢুকে পোশাক কারখানাগুলোতে হামলা ও ভাঙচুর চালায় বলে জানিয়েছে পুলিশ।মামলার এজাহারে বলা হয়েছে, হামলাকারীরা ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড, ইউনিক বিডি লিমিটেড, সিম্মা ইউনিট-২ এবং অনন্ত হুয়াজিং লিমিটেডে ভাঙচুর চালান। অনন্ত হুয়াজিং লিমিটেড কারখানাটির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তা রক্ষীকে মারধর করেন। কাজ বন্ধ না করলে কারখানা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিয়ে কয়েকটি গাড়িও ভাঙচুর করেন তারা। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি শান্ত করে।

কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, 'ইপিজেডে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জনকে আদালতে পাঠানো হয়। বিকেলে এ বিষয়ে শুনানি হলে সকল আসামিকে জামিন দেয়া হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.