আজ
|| ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রধান উপদেষ্টার চীন সফরে প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে, মত আলোচনা সভায়
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৫
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের চীন সফরে আশার চাইতেও বেশি প্রত্যাশা পূরণ হয়েছে। এমন মত উঠে এসেছে ‘বাংলাদেশ-চীন সম্পর্ক পুনর্মূল্যায়ন: প্রধান উপদেষ্টার যুগান্তকারী সফর’ শীর্ষক আলোচনা সভায়।
রোববার (১৩ এপ্রিল) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড গভর্নেন্সের ‘চায়না-সাউথ এশিয়া সেন্টার ফর সোসিওকালচারাল স্টাডিজ (সিএসসিএসএস)’ এ আলোচনার আয়োজন করে।
আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশিদের জন্য চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতির কথাও উঠে আসে।
অপরদিকে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন সমস্যায় বেইজিংয়ের আরও সহায়তা চায় বাংলাদেশ।
এসময় বাংলাদেশিরা চীনের ওপর যে ভরসা রাখে তা পূরণ করতে চীনকে আরও তাগিদ দেয়া দরকার বলেও মন্তব্য করেন বক্তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.