আজ
|| ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ২১ জন নিহত
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৫
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ২১ জন নিহত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে এ হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানিয়েছেন, উত্তর ইউক্রেনের শহর ‘সুমি’র কেন্দ্রে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২১ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছে। তবে প্রাণহানি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে বছরের সবচেয়ে মারাত্মক হামলাগুলির মধ্যে একটি বলে অভিহিত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেইসাথে মস্কোর বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বানও জানান তিনি।
ইউক্রেনের ‘সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফর্মেশন’ পরিচালনাকারী একজন নিরাপত্তা কর্মকর্তা ‘আন্দ্রি কোভালেঙ্কো’ বলেন, মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মস্কো সফরের পর এ হামলা চালানো হয়েছে।
এর আগে শনিবার, ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ছুঁড়ে মস্কো। এতে শহরের তিনটি গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে রাশিয়ার ছোঁড়া ৮৮টি ড্রোনের মাঝে ৫৬টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করার দাবি কিয়েভের। বিভিন্ন ফ্রন্টে জেলেনস্কি বাহিনীর সাথে পাল্টাপাল্টি লড়াইয়ের কথাও জানিয়েছে মস্কো।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.