আজ
|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
সেফ দ্যা নিউ জেনারেশন অব বাংলাদেশ এর ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৫
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন 'সেফ দ্যা নিউ জেনারেশন অব বাংলাদেশ' এর উদ্যোগে ঈদ পূর্নমিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) রাতে সেফ দ্যা নিউ জেনারেশন অব বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে নাসিক ৭নং ওয়ার্ড কদমতলী এলাকায় এ ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়ে।
এসময় রাসেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক কালীর বাজার শাখার জি.এম মাহবুবুর রহমান টনি। এছাড়াও আরও বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা হাজী সেকান্দার আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট রাশেদুল হক, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হুমায়ুন কবির সাইফুল, নারায়ণগঞ্জ জেলা জজকোর্টের বিশিষ্ট আইনজীবী নয়ন ঢালী,বর্ণমালা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান জুয়েল, ডা. বেলায়েত হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আতাউর রহমান প্রিন্স, মো: ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনিয়াস প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, অনলাইন বজ্রধ্বনি সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন তৌহিদ, দৈনিক জনদর্পণ এর স্টাফ রিপোর্টার আহসানুল হাবিব সোহাগ প্রমুখ। অন্যান্যদের মধ্যে স্বাধীন যুব সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মো: সানী, মো: জাহিদুল ইসলাম ইকবাল, আকাশ, রাসেল, সিহান রাজ্জাক সঞ্চয়, সাদনান শাহরিয়ার সুদীপ্ত, ফজলুল হক, রুবেল, শিমুল, আল-আমিন, আরেফিনসহ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সমাজে সামাজিক সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত ব্যক্ত করেন। সেফ দ্যা নিউ জেনারেশন অব বাংলাদেশ সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে সমাজের উন্নয়নমূলক কাজে নিবেদিত থেকে এলাকার শিক্ষার প্রসার, অসহায়দের সহায়তা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ সংগঠনের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এসময় ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণে সফলতার স্বাক্ষর রাখে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.